গত শুক্রবার সন্দেশখালির জেলিয়াখালি, হালদারপাড়া সহ আরও বেশ কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। বুধবার সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি কৌশিক চন্দ। শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার সঙ্গেই যেতে পারবেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কার ঘোষও। তবে উচ্চ আদালতের নির্দেশ, বিরোধী দলনেতা সন্দেশখালিতে গিয়ে কোনও প্ররোচনামূলক মন্তব্য করতে পারবেন না।