Hooghly Lok Sabha BJP Candidate 2024 Lok Sabha Poll:
তিনিই ফের হুগলির বিজেপি প্রার্থী। চলতি মাসে নিজেই এই দাবি করেছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু, বুধবার অন্য ছবি দেখল গঙ্গা তীরের এই জেলা। নজরে পড়ল, লকেট চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে দলেরই অন্য তিনজনের নামে দেওয়াল লিখন হয়েছে ওই লোকসভা কেন্দ্রে। যা ঘিরেই জোর শোরগোল পদ্ম শিবিরে।