Mamata Banerjee: ফুঁসছে সন্দেশখালি, তার মধ্যেই জেলায় গিয়ে বড় হুঙ্কার মমতার!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Mamata Banerjee Sandeshkhali warning:
বিরোধীদের নজরে সন্দেশখালি। বাম আমলের সিঙ্গুর, নন্দীগ্রামের ঘটনার সঙ্গে বিরোধী দলের নেতৃত্ব সন্দেশখালির তুলনা করতে মরিয়া। বাম শাসনের সময় সিঙ্গুর, নন্দীগ্রামে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনে ভর করেই ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয় ২০১১ সালে। রাজ্যপাটে বদল ঘটে। মুখ্যমন্ত্রী হন মমতা। বছর ১৩ পরে সেই মমতা প্রশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ উঠছে। বঙ্গ রাজনীতিতে তুমল চর্চায় এখন সন্দেশখালিতে তৃণমূল নেতাদের ‘দমনপীড়ন’-এর কাহিনী। এই আবহেই বুধবার বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভান্ডার?’ সন্দেশখালির নাম মুখে না আনলেও আদতে যে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিলেন তা স্পষ্ট।