• Mt. Shikar Beh & Gupt Parbat: জোড়া শৃঙ্গ জয়ের লক্ষ্যে মরিয়া, দুঃসাহসিক অভিযানে সত্যরূপ-রুদ্রপ্রসাদরা!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অজানাকে জানা, অচেনাকে চেনা অথবা দুর্গমকে জয় করা বাঙালিদের কাছে যেন একটা নেশা। আর তাই বারে বারে বাঙালি ছুটে যায় সেই সব কিছুর সন্ধানে যা আজও তার ধরা-ছোঁয়ার বাইরে। বাঙালি এভারেস্ট জয় করেছে। কিন্তু পারেনি ৬২০০ মিটার উচ্চতম মাউন্ট শিকর বেহ এবং ৬১৫৯ মিটার গুপ্ত পর্বত জয় করতে। এবার সেই ‘অজানা’কে জয় করতে মরিয়া বাঙালি এভারেস্টজয়ী রুদ্রপ্রসাদ হালদার এবং সত্যরূপ সিদ্ধান্তরা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)