Sandeshkhali Row: ‘শাহজাহান কোথায় সেটা কি জানে রাজ্য!’, কেন এমন প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Sheikh Shahjahan:
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের খোঁজে গিয়ে স্থানীয়দের হাতে মারধর খেয়েছিল ইডি আধিকারিকরা। ওই ঘটনায় আদালতে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল ইডি। তবে হাইকোর্ট, ঘটনার তদন্তে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে বিশেষ সিট গঠন করে। যাতে আপত্তি তোলে ইডি। এরপরই তদন্ত প্রক্রিয়া নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। ৫৫ দিন পেরলেও বেপাত্তা সন্দেশখালির শেখ শাহজাহান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই গত ৭ জানুয়ারি ডিভিশন বেঞ্চের সিট গঠনের ওপর স্থগিতাদেশ সংক্রান্ত নির্দেশের বদল চেয়ে বুধবার প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। নবান্নের দাবি, আদালতের নিষেধাজ্ঞা থাকার ফলেই পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও পদক্ষেপ করেনি। এদিনের শুনানিতে অবশ্য ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, শেখ শাহজাহানকে গ্রেফতারে ইডি, সিবিআই বা পুলিশ- কোনও পক্ষেরই কোনও বাধা নেই।