Karnataka temple Bill: কর্ণাটকে মন্দির আইন বদলাতে বিরাট উদ্যোগ সিদ্দারামাইয়ার, প্রাণপণে ঠেকাল বিজেপি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Karnataka temple Bill controversy:
কর্ণাটক মন্দির বিল বিতর্ক: কর্ণাটক সরকারের হিন্দু মন্দির কর আইনে পরিবর্তনের চেষ্টা বিধান পরিষদে বাধাপ্রাপ্ত হল। কারণ, বিধান পরিষদে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠ। কর্ণাটক হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, চ্যারিটেবল এনডাউমেন্টস (সংশোধন) বিল, ২০২৪- গত ১৯ ফেব্রুয়ারি বিধানসভায় উত্থাপিত হয়। এই বিল ২২ ফেব্রুয়ারি বিধানসভায় পাশ হয়। কিন্তু, দুই দিন পরে তা বিধান পরিষদে প্রত্যাখ্যাত হয়।