Vicky Kaushal: ‘ওর সঙ্গে থাকলে এমনটাই হয়…’, রোমান্স শেষ? আড়াই বছরে সত্যিটা বুঝলেন ভিকি-ক্যাটরিনা?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Vicky-Katrina:
সুযোগ পেলেই বউয়ের প্রশংসা করেন, এমন মানুষ খুব কম। কিন্তু ভিকি কৌশল একটা সুযোগ পেলেই ক্যাটরিনার কথা বলতে পিছপা হন না। একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, অভিনেতা তাদের বিয়েকে একটি শান্ত বৃষ্টির দিনের সাথে তুলনা করেছেন। ক্যাটরিনা, বাকি সবার থেকে আলাদা। শুধু তাই না, তিনি কীভাবে ভিকির সারাদিন রোমান্সে ভরিয়ে রাখেন সেও জানিয়েছেন তিনি।