Father And Daughter Heart Touching Video: কচি হাতেই ‘ফেরিওয়ালা বাবার’ যত্ন…! ভিডিও চোখে জল আনবে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
প্রত্যেক বাবার কাছে তার মেয়ে ‘রাজকন্যা’। বাবা ও মেয়ের সম্পর্ক যেমন মূল্যবান তেমনই সুন্দর। দুজনের মধ্যে থাকে একটা মায়ার বাঁধন। বাবা-মেয়ের কিছু কিছু ভিডিও ভাইরাল হতেই তা মানুষের মন ছুঁয়ে যায়। আবার কখনও কখনও এই ধরণের ভিডিও মুখে মিষ্টি হাসি নিয়ে আসে। সম্প্রতি এমনই একটি ভিডিও মানুষকে আবেগাপ্লুত করছে। ভিডিওটিতে একটি ছোট্ট মেয়েকে তার বাবাকে ভালবাসতে দেখা যাচ্ছে লোকাল ট্রেনের কামরায়। যা দেখে আপনার মন ভাল হবে।