• ‘বিকশিত ভারত’ প্রধানমন্ত্রীর নিজের ভাবনা: অনুরাগ ঠাকুর...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কংগ্রেসের মন্তব্যের পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, কংগ্রেস বারেবারে নরেন্দ্র মোদিকে একজন চা বিক্রেতা হিসাবে দেখেছে। কিন্তু বিজেপি তাঁকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে সামনে নিয়ে এসেছে। আর এখন দেশকে উন্নতির পথে নিয়ে চলেছেন সেই নরেন্দ্র মোদি। দিল্লিতে একটি অনুষ্ঠানে এসে অনুরাগ ঠাকুর বলেন, বিকশিত ভারতের যে পরিকল্পনা আজ গোটা দেশে এগিয়ে চলেছে তা প্রধানমন্ত্রীর নিজের ভাবনা। তিনি আরও বলেন, বিগত ১০ বছর আগে দেশ দুর্নীতি, আর্থিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে ভারতীয় অর্থনীতি বিশ্বের কাছে হিংসার কারণ। এমনকি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে কংগ্রেস যে রাজনীতি করেছিল তার উচিত জবাব দিয়েছে বিজেপি সরকার। রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়েছে ভারতের ঐতিহ্য কোন দিকে অগ্রসর হয়েছে।   
  • Link to this news (আজকাল)