• অবৈধ খনি মামলায় সাক্ষী হিসাবে অখিলেশকে সমন সিবিআইয়ের
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার অখিলেশ যাদবকে সমন পাঠাল সিবিআই। অবৈধ খনি মামলায় সাক্ষী হিসাবে অখিলেশকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। ২০১২-২০১৩ সালে অখিলেশের হাতেই এই খনিগুলির দায়িত্ব ছিল। উত্তর প্রদেশের সাতটি জেলায় এই খনিগুলি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিবিআই। জেলাগুলির মধ্যে রয়েছে সামলি, কৌশম্বি, ফতেপুর, দেওরিয়া, সাহারানপুর, হামিরপুর এবং সিদ্ধার্থনগর। যদিও এই সমন প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি অখিলেশ যাদব। তিনি এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। তবে লোকসভা নির্বাচনের আগে অখিলেশের এই সমনকে বিজেপি সরকারের নয়া ছক বলেই মনে করছে বিরোধীরা।
  • Link to this news (আজকাল)