• উত্তর প্রদেশে ২১ টি বিমানবন্দর হবে: যোগী আদিত্যনাথ
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে শীঘ্রই ২১টি বিমানবন্দর হবে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে এই কৃতিত্ব অর্জন করবে উত্তর প্রদেশ। বিধানসভার অধিবেশন চলাকালীন যোগী বলেন, এই রাজ্যে জমি, জল এবং বিমান পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দ্রুতই উত্তর প্রদেশে ২১ টি বিমানবন্দর হবে। উত্তর প্রদেশে আইনের শাসন কড়াভাবে রয়েছে বলেই এখানে উন্নতি অন্য রাজ্যের তুলনায় বেশি হয়েছে বলে এদিন দাবি করেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশে বিদ্যুৎ উৎপাদনের খতিয়ান তুলে ধরে যোগী বলেন, যেখানে ২০১৬-১৭ সালে ৫৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত সেখানে বর্তমানে ৮৬৮৮ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। চলতি বছরের শেষেই এই হার বেড়ে ১২৮০০ মেগাওয়াটে গিয়ে পৌঁছবে। এখানে প্রতিটি ঘরে ঘরে আলো পৌঁছনোর যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা পূরণ করা হয়েছে। আগামীদিনে সৌরবিদ্যুৎ উৎপাদনেও উত্তর প্রদেশ সরকার নজির তৈরি করবে বলেও এদিন জানিয়ে দেন যোগী আদিত্যনাথ। 
  • Link to this news (আজকাল)