• সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে তুলনা নয়, সন্দেশখালি নিয়েই কি বার্তা দিলেন মমতা'...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গুর এবং নন্দীগ্রাম। বাংলার রাজনীতিতে, পটপরিবর্তনে এবং সরকার বদলে এই দুই জায়গা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে এই মুহূর্তে রাজনীতিতে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গেই তুলনায় উঠে আসছে আরও এক জায়গার নাম, সন্দেশখালি। সেখানকার গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। ভোটের আগে বিরোধীরাও সুর চড়াচ্ছে সন্দেশখালি ঘিরে। অনেকেই আবার নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে তুলনাও করছেন। তবে সন্দেশখালির নাম উল্লখে না করলেও বুধবার বাঁকুড়ার সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ বললেন, সিঙ্গুর, নন্দীগ্রামের সঙ্গে তুলনা নয়। এদিন মমতা বলেন, "সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, বিষ্ণুপুর বিষ্ণুপুর, একেক জায়গার এক একটা চেহারা। একটার সঙ্গে আরেকটার তুলনা করে নিজেরা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না।" সঙ্গেই তিনি বলেন, "কোথাও রক্ত ঝরুক আমি চাই না। কোথাও অত্যাচার হোক চাই না।" বিরোধীদের নাম না করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, খুলব ভান্ডার?" ভান্ডারে অনেক কিছু জমা আছে বলেও এদিন সতর্ক করেছেন। এদিনও মমতা স্পষ্ট করেছেন, তিনি কোনও অন্যায়কে প্রশ্রয় দেন বা। এদিন তিনি বলেন, "আমি ভুল জিনিসকে কখনও প্রশ্রয় দিই না। জ্ঞানত দিই না। দেবও না। অজান্তে কোনও কাজ হয়ে থাকলেও সমর্থন করি না। সর্বরকম সাহায্য করি।" যাঁরা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, তাদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)