• গতকাল রাতেই শাহজাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ! বিস্ফোরক শুভেন্দু...
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তার বিরুদ্ধে অভিযোগ ভুরি-ভুরি। ক্ষোভে ফেটে পড়ছেন গ্রামবাসীরা। ৫৫ দিন ধরে অধরা সেই শেখ শাহজাহান। এবার তাকে নিয়েই বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেহ প্রকাশ করে লিখেছেন, গতকাল রাত ১২টা থেকেই পুলিশি হেফাজতে রয়েছে পলাতক শেখ শাহজাহান। তিনি বুধবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, "শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছে।" শুভন্দু অধিকারী অভিযোগ করেছেন, প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে সমঝোতা করে শাহজাহান, তারপরেই তাকে বেরমজুড়-২ গ্রাম পঞ্চায়েত থেকে হেফাজতে নেওয়া হয়। বিজেপি বিধায়কের অভিযোগ, পুলিশের সঙ্গে শাহজাহানের চুক্তি হয়েছে, বিচারবিভাগীয় হেফাজতে থাকার সময় তার যথাযথ যত্ন নেওয়া হবে। জেলে থাকার সময় বিলাসবহুল সুবিধা দিতে হবে এবং তার সঙ্গে থাকবে একটি মোবাইল ফোন। যার মাধ্যমে সে ভার্চুয়ালি দল চালাতে পারে। উডবার্নে একটি বেডও তার জন্য ফাঁকা রাখা হবে, যাতে সে চাইলে সেখানে থাকতে পারে। এই সমগ্র বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা নিজের সমাজমাধ্যমে লিখেছেন। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, রবিবার সাফ জানিয়েছেন, শাহজাহানকে কোনওভাবেই আড়াল করছে না তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবারেও উত্তপ্ত সন্দেশখালি। ঝুপখালি, বয়ারমারি এলাকাএও উত্তেজনা ছড়িয়েছে বুধবার। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাদের বিরুদ্ধে।
  • Link to this news (আজকাল)