• আইআইএসডব্লিউবিএমে বাতিল হল আধ্যাত্মিকতার কোর্স
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইআইএসডব্লিউবিএম–এ আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল ম্যানেজমেন্টের ওপর পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত বাতিল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এই কোর্স চালুর জন্য ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে আইআইএসডব্লিউবিএম কর্তৃপক্ষের সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের আপত্তিতে সেটাও বাতিল হয়েছে। বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে, অনুমতি না নিয়ে আইআইএসডব্লিউবিএম কী করে এই পদক্ষেপ নিল, কর্তৃপক্ষের তরফে তার ব্যাখ্যা চাওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা আইআইএসডব্লিউবিএম দেশের প্রাচীনতম ম্যানেজমেন্ট শিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। সেখানেই ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথভাবে এই কোর্স চালু হওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হওয়ায় সেখানে কী কোর্স চালু হবে, কী পড়ানো হবে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আধ্যাত্মিকতার ওপর গবেষণা কোর্স চালুর ব্যাপারে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় বিন্দুবিসর্গ কিছুই জানত না। বিষয়টি জানার পর অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত সমঝোতাপত্রে স্বাক্ষর বন্ধ রাখার নির্দেশ পাঠান। তাঁর নির্দেশে বিষয়টি নিয়ে আইআইএসডব্লিউবিএম কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য এবং বিজনেস ম্যানেজমেন্টের ডিন শুভাশিস সাহা এবং রেজিস্ট্রার দেবাশিস দাস কথা বলেন। আইআইএসডব্লিউবিএমকে জানানো হয়, এই উদ্যোগ এখনই বন্ধ করতে হবে। তা না হলে অনুমোদন বাতিল করা হবে। শেষ পর্যন্ত সমঝোতা স্বাক্ষর বাতিল করা হয়। পরে অন্তর্বর্তী উপাচার্য বলেন, ‘‌আমরা আইনি পরামর্শ নিয়েছি। এই পদক্ষেপ কর্তৃপক্ষকে না জানিয়ে আইআইএসডব্লিউবিএম কী করে করল, তার ব্যাখ্যা চাওয়া হবে। জবাব পেলে সেই মতো বিষয়টি সিন্ডিকেটে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে।’‌ ব্রিটিশ আমল থেকে বিজ্ঞানসম্মত ও ধর্মনিরপেক্ষ শিক্ষার পীঠস্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিকতার ওপর গবেষণা কোর্স চালুর তীব্র বিরোধিতা করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি। এদিন সোসাইটির পক্ষ থেকে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়। ডিএসও–র পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়া হয়। ‌
  • Link to this news (আজকাল)