জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরবঙ্গের গোটা এলাকা জুড়ে লেগেই রয়েছে বন্যপ্রাণের হামলা। তবে এবার স্বস্তি মিলল কিছুটা। আবারও খাঁচা বন্দি হল চিতা বাঘ। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর বস্তি সংলগ্ন নতুনবাড়ি এলাকায়। সম্প্রতি ওই এলাকায় চিতা বাঘ বেরোনোর খবর ছড়িয়ে পড়ে। এরপরই বনদপ্তর এর উদ্যোগে ওই এলাকায় খাঁচা পাতা হয়। সেই খাঁচাতেই বুধবার ভোরে খাঁচা বন্দি হয় চিতা বাঘটি। এরপর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা বন্দি অবস্থায় চিতা বাঘটিকে উদ্ধার করে গোরুমারায় নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ওই এলাকায় বিগত দিনেও চিতা বাঘের উপদ্রব হয়েছিল।
স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন, শাহেদ হোসেন, মুর্শিদ আলম প্রমুখর দাবি সম্প্রতি ওই এলাকায় চিতা বাঘের উপদ্রব বেড়েছিল। বনদপ্তরের কর্মীরা ওই এলাকায় খাঁচা পাতায় এদিন ওই খাঁচায় চিতাবাঘ আটকে যায়। মালবাজার বনদপ্তর সূত্রে জানা গিয়েছে খাঁচা বন্দি চিতা বাঘকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।কিছুদিন আগেই চিতাবাঘের আতঙ্ক ছড়ায় মালবাজার মহকুমার মানাবাড়ি চা-বাগান এলাকা-সহ ডিপুপাড়া এলাকায়। বেশ কয়েকদিন ধরে মানাবাড়ি চা-বাগান এলাকায় একটি নয়, দু তিনটে চিতাবাঘ ঘোরাঘুরি করতে দেখা যায়। এলাকার বাসিন্দাদের দাবি ছিল, ত কয়েকদিনে চিতাবাঘ রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে শূকর, ছাগল, হাঁসমুরগি-সহ বিভিন্ন রকম গৃহপালিত পশুপাখি। সন্ধ্যার পর যেভাবে বসতি-এলাকায় চিতাবাঘের হামলা দেখা যাচ্ছে তাতে যখন তখন মানুষের উপরও হামলা চালাতে পারে চিতাবাঘ।গ্রামবাসীদের বক্তব্য, বন দফতর অবিলম্বে মানাবাড়ি চা-বাগান এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতুক। জানা গিয়েছে, বিগত দেড়-দুই বছর আগে মানাবাড়ি চা-বাগানে এলাকা থেকে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি করে জঙ্গলে ছেড়ে দেয় বন দফতর।