খ্যাতনামা চিত্রশিল্পী যামিনী রায়ের চিত্রপ্রদর্শনী নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। বুধবার এই চিত্র প্রদর্শনী শেষ হয়েছে। পার্কস্ট্রিট সংলগ্ল মিডলটন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজক, সংগ্রাহক কমল পারেখ। মঙ্গলবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের কনফারেন্স হলে শিল্প গবেষক ও চিত্রশিল্পীরা এই চিত্র প্রদর্শন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। এই আলোচনা সভায় হাজির ছিলেন প্রণবরঞ্জন রায়, মৃণাল ঘোষ, হিরণ মিত্র, ছত্রপতি দত্ত, পার্থ রায়, সপ্তর্ষি ঘোষ-সহ বিশিষ্টরা। সভা থেকে সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পত্র দেওয়া হয়। পাশাপাশি বুধবার ওই প্রদর্শনী নিয়ে শেক্সপিয়র সরণি থানায় ডায়েরি করা হয়েছে। এদিকে আয়োজক কমল পারেখ দাবি করেছেন, ‘আমার প্রদর্শনীতে যামিনী রায়ের কোনও ছবি ভুয়ো নয়। মিথ্যা সমালোচনা করা হচ্ছে।’