Bonobibi: সন্দেশখালির সঙ্গে পর্দার ‘বনবিবির’ অনেক মিল? ‘আসলে তো নারীশক্তির জয়…’, বলছেন পরিচালক রাজদীপ ঘোষ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
এক অংশ সুন্দরবন… যা ঘিরে রয়েছে অনেক সত্যি, অনেক গল্প, অনেক আখ্যান আর বনবিবির প্রতি মানুষের অগাধ বিশ্বাস। ঘরের মানুষ বনে গেলে বনবিবির প্রতি তাদের যে অন্ধ ভরসা, দক্ষিণ রায়কে দমন করতে এক নারীশক্তির উত্থান। এমনই এক গল্প নিয়ে আসছেন পরিচালক রাজদীপ ঘোষ।