Dev-Rudranil: ‘বন্ধ ঘরে কে কী হিসেব দেবে সেটা তো…’, অভিনেতা-প্রযোজক দেবকে নিয়ে স্পষ্ট কথা রুদ্রর!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Dev-Rudranil:
বাংলা ইন্ডাস্ট্রির তিনি শেষ সুপারস্টার। দেব, সারাবছর যেহারে ছবি নিয়ে ব্যস্ত থাকেন তারপর তাঁকে রাজনীতির ময়দানে সচারাচর দেখা যায় না। তবে, কিছুদিন আগে তাঁকে ED তলব করার পর নানা আলোচনা শোনা গিয়েছিল।