• Gaza: অশান্তি অব্যাহত, প্যালেস্তাইন অথরিটি সরকারের পতন, কী ভবিষ্যৎ গাজার?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • Palestinian Authority West Bank:

    গাজা যুদ্ধের অবসান না-হওয়ায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) পশ্চিম তীরের প্যালেস্তাইন কর্তৃপক্ষ প্রতিবাদে সরকার থেকে পদত্যাগ করেছে। এই পদক্ষেপ প্যালেস্তাইন কর্তৃপক্ষ বা প্যালেস্তাইন অথরিটি (পিএ) পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে প্যালেস্তাইন কর্তৃপক্ষ যুদ্ধের শেষে সকলের সমর্থনের ওপর নির্ভর করে গাজা শাসন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রও এমন একটি ব্যবস্থার জন্য চাপ দিচ্ছিল। পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম মিলে তৈরি হয়েছে প্যালেস্তাইন রাষ্ট্র। এই সমস্ত অঞ্চলের বিভিন্ন জায়গা ইজরায়েল দখল করে রেখেছে বলেই অভিযোগ প্যালেস্তাইনবাসীর। এই পরিস্থিতিতে পশ্চিম তীর সরকারের পদত্যাগের বিরাট তাৎপর্য রয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)