• দক্ষিণ কোরিয়ায় কমছে জন্মহার
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সর্বকালের সর্বনিম্নে এসে ঠেকেছে দক্ষিণ কোরিয়ায় জন্মহার। জন্মহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও সেখানে জন্মহার রেকর্ড পরিমাণ কমে গেছে। দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যানের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দেশটির জন্মহার ২০২৩ সালে ০.৭২ শতাংশে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ কম। যদিও বর্তমানের পাঁচ কোটি ১০ লক্ষ জনসংখ্যা বজায় রাখতে ২.১ শতাংশ শিশু জন্মের প্রয়োজন। বর্তমানের এই জন্মহার অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়ায় ২১০০ সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে দুই কোটি ৬৮ লক্ষে। দক্ষিণ কোরীয় সরকার শিশু জন্মদানে উৎসাহিত করতে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করছে। তবুও ২০২৩ সালে জন্ম নেওয়া শিশুর হার ১৯৭০ সালের পর সবচেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন, সন্তান না নেওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- সন্তান লালন পালনের উচ্চ খরচ, সম্পত্তির মূল্য বৃদ্ধিসহ ব্যাপক প্রতিযোগিতামূলক সমাজে ভাল বেতনের চাকরির অনিশ্চিয়তা। মহিলাদের শিশু জন্মদানে উদ্বুদ্ধ করতে দক্ষিণ কোরিয়া কয়েকশো বিলিয়ন ডলার খরচ করেছে। শিশু জন্ম দেওয়া মায়েদের নগদ অর্থ দেওয়ার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রতি বছর জন্মহার শুধু কমছেই।
  • Link to this news (আজকাল)