• সৌদিতে একদিনে সাতজনের শিরচ্ছেদ
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিনে সাতজনের শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২২ সালের পর এই ঘটনাই সে দেশের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার শিরশ্ছেদ করা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ ছিল। যদিও তাদের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে ৭ জন, সকলেই সৌদির বাসিন্দা ছিলেন বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২২ সালের মার্চে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এই ঘটনায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল দেশটি। তবে সৌদির কর্তৃপক্ষের বক্তব্য, আইন ও কোরানভিত্তিক শরীয়াহ শাসন অক্ষুন্ন রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য। বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। চলতি বছর এই নিয়ে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৭০ জন।
  • Link to this news (আজকাল)