• টেস্ট ব়্যাঙ্কিংয়ে এগোলেন যশস্বী, বিরাট লাফ ধ্রুবের
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের দিকে এগোচ্ছেন যশস্বী জয়েসওয়াল। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে তাঁর ৭৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে তিন ধাপ ওপরে উঠে ১২ নম্বরে চলে এলেন বাঁ হাতি ওপেনার। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭। কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন তরুণ ক্রিকেটার। অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন তিনি। ৭২০ পয়েন্ট সংগ্রহ করে একধাপ নেমে গিয়েছেন ভারত অধিনায়ক। ধর্মশালায় শেষ টেস্টে রান পেলেই কেরিয়ারের নবম টেস্টে প্রথম দশের মধ্যে ঢুকে পড়বেন যশস্বী। নিজের দ্বিতীয় টেস্টে ব়্যাঙ্কিংয়ে বিশাল লাফ ধ্রুব জুরেলের। দু"ইনিংসে ৯০ এবং ৩১ রান রাঁচি ম্যাচের সেরাকে ৩১ ধাপ ওপরে তুলে দিয়েছে। ধ্রুবের বর্তমান ব়্যাঙ্কিং ৬৯। প্রথমবার প্রথম ২০ তে ঢুকে পড়েছেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। আবার প্রথম তিনে নিজের জায়গা করে নিয়েছেন জো রুট। রাঁচিতে অপরাজিত ১২২ রানের ইনিংসে দু"ধাপ ওপরে উঠে পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে শীর্ষে থাকা যশপ্রীত বুমরার সঙ্গে পয়েন্টের পার্থক্য কমান রবিচন্দ্রন অশ্বিন। দু"জনের মধ্যে পার্থক্য মাত্র ২১ রেটিং পয়েন্টের। ছয় নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। দশ ধাপ ওপরে উঠে ৩২ এ চলে এসেছেন কুলদীপ যাদব। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় একনম্বরে রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। এই দু"জন ছাড়া কোনও ভারতীয় ক্রিকেটার অলরাউন্ডারদের প্রথম দশের তালিকায় নেই। 
  • Link to this news (আজকাল)