• তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ফের গেরুয়া শিবিরে 'ঘর ওয়াপসি এই বিধায়কের...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের দিন ঘোষণা হবে আর কয়েকদিন পরেই। তার আগেই দলবদল করলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী "হাত ধরেই" ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি। তৃণমূলের জেলা নেতৃত্ব তাঁর এই দলবদলকে গুরুত্ব দিতে রাজি নয়। উত্তর দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এপ্রসঙ্গে জানিয়েছেন, সৌমেনের দলবদলে তৃণমূলের কিছু যায় আসে না। এতে তৃণমূল শক্তিশালীই হবে। একসময় তৃণমূল করলেও গত ২০২০তে সৌমেন বিজেপিতে যোগ দেন। বিধায়ক হিসেবে গেরুয়া শিবিরের টিকিটে নির্বাচিতও হন। কিছুদিন পর যোগ দেন তৃণমূলে। ফের তিনি ফিরে এলেন বিজেপিতে। জানা গিয়েছে, জেলায় সৌমেনকে সেভাবে গুরুত্ব দিয়ে তৃণমূলের অনুষ্ঠানে ডাকা হত না বলে অভিযোগ রয়েছে। সৌমেনের এই "ঘর ওয়াপসি" প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছেন, সৌমেন ও তাঁর পরিবার বিজেপির আদর্শেই বিশ্বাসী‌। রাজবংশী সমাজের প্রতিনিধি অনন্ত মহারাজের সুপরামর্শে সৌমেন বিজেপিতে যোগ দিলেন।
  • Link to this news (আজকাল)