• একাধিক প্রার্থীর নামে দেওয়াল, হুগলিতে বিজেপি প্রার্থী নিয়ে বিভ্রান্তি...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: আসন্ন লোকসভার প্রার্থী নির্বাচন নিয়ে আড়াআড়ি বিভক্ত জেলা বিজেপি। পোস্টার, দেওয়াল লিখন ইত্যাদি নিয়ে আবারও বিতর্কের শিরোনামে হুগলি লোকসভা। বিতর্কের কেন্দ্রে সেই সাংসদ লকেট চ্যাটার্জি। আরও একবার প্রার্থী নিয়ে দলীয় কাজিয়া উঠে এল প্রকাশ্যে। রাতারাতি হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় দেওয়ালে লিখে ফেলা হল বিজেপি প্রার্থীর নাম। তবে বিভিন্ন এলাকায় লেখা হল বিভিন্ন প্রার্থীর নাম। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ৩ নম্বর কৃষ্ণপুর এলাকার একাধিক দেওয়ালে প্রার্থী হিসেবে লেখা হয়েছে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুবীর নাগের নাম। পোলবার সুগন্ধা এলাকায় লেখা হয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল চৌধুরীর নাম। পাশাপাশি চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক দেওয়ালে প্রার্থী হিসেবে লেখা হয়েছে প্রাক্তন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নাম। অথচ কোথাও বর্তমান সাংসদ লকেট চ্যাটার্জির নাম নেই। উল্লেখ্য, দিন কয়েক আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জোর করে লকেট চ্যাটার্জিকে চাপিয়ে দেওয়া চলবে না। রাতারাতি এই মর্মে পোস্টারে ছেয়ে যায় বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরের বিস্তীর্ণ এলাকা। লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় পড়েছিলো পোস্টার। তাতে লেখা ছিলো, "কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চ্যাটার্জিকে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।" এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়, "দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।" জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সাংসদ লকেট চ্যাটার্জি জানিয়ে দেন, হুগলি লোকসভা কেন্দ্র পুনরায় তিনিই প্রার্থী হচ্ছেন। পোস্টারের দায় তিনি চাপিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের উপর। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস লকেট চ্যাটার্জির নামে জুজু দেখছে। কোনও সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে। কখনও পোস্টার পড়ছে আরামবাগে। এরপর পোস্টার পড়বে মমতা ব্যানার্জির কেন্দ্র দক্ষিণ কলকাতায় অথবা ডায়মন্ড হারবারে। একাধিক দেওয়ালে একাধিক প্রার্থীর নাম প্রসঙ্গে সাংসদ লকেট চ্যাটার্জি বলেছেন, এটাও নাকি শাসক তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। 
  • Link to this news (আজকাল)