• স্থানীয় থানায় মুচলেকা দিয়ে সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু, জানাল হাইকোর্ট...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সন্দেশখালি যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে অনুমতি দিল হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় যেতে পারবেন শুভেন্দু। কিন্তু তার আগে শুভেন্দুকে স্থানীয় থানায় মুচলেকা জমা দিতে হবে। যেখানে যেখানে ১৪৪ ধারা নেই সেখানে সেখানে যেতে পারবেন বিরোধী দলনেতা। এর আগে ২০ ফেব্রুয়ারি শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট। সন্দেশখালি থেকে ফের সেখানে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সেই আবেদন রাজ্য খারিজ করে দিলে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আদালতের শুনানির সময় রাজ্য জানায়, আগের বার সন্দেশখালি গিয়ে ১৪৪ ধারা লঙ্ঘন করেছিলেন শুভেন্দু। উঠে আসে খালিস্তানি মন্তব্যের কথাও। এর পাল্টা বিরোধিতা করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এরপরেই আদালত ফের সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় শুভেন্দু অধিকারীকে।
  • Link to this news (আজকাল)