• শ্রীরামপুর ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে চালু হল আধুনিক মানের ওটি, আইসিইউ, এইচ ডি ইউ পরিষেবা। পাশাপাশি শ্রীরামপুর ইএসআই হাসপাতালের জমিতে মেডিক্যাল কলেজ গড়ে তোলার উদ্যোগ। এই মর্মে ইএসআই রিজিওনাল বোর্ডে প্রস্তাব পেশ করা হবে। বুধবার শ্রীরামপুর ইএসআই হাসপাতালে উন্নত পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের শ্রম মন্ত্রী ময়ল ঘটক। মন্ত্রীর দাবি ইএসআই পরিষেবায় দেশের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা সহ কাউন্সিলররা। বিধায়ক সুদীপ রায় জানিয়েছেন, আগামীদিনে ইএসআই হাসপাতালে আরও উন্নত পরিষেবা পাওয়া যাবে। অত্যাধুনিক পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা রাজ্যের সমস্ত ইএসআই হাসপাতালের উন্নয়ন হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ এবং আধুনিক ওটি হয়েছে। বেশ কিছু হাসপাতালে ডায়ালিসিস ইউনিটও স্থাপন করা হয়েছে। বেশ কয়েকটি হাসপাতালে ক্যাথল্যাব করার প্রস্তাবও দেওয়া হয়েছে। বিগত দুই বছর কেন্দ্র সরকার থেকে কোনও পুরষ্কার ঘোষণা করা হয়নি। তার আগে সাত বছর গোটা দেশে সবচেয়ে ভাল ইএসআই পরিষেবা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুরস্কৃত হয়েছে। মেডিক্যাল কলেজ করার জন্য ডাক্তার সুদীপ্ত রায় একটা প্রস্তাব দিয়েছেন। এটা খুবই ভাল প্রস্তাব। ইএসআইয়ের রিজিওনাল বোর্ড আছে, মেডিক্যাল কলেজ করার বিষয়ে সেই রিজিওনাল বোর্ডের কাছে আবেদন করতে হয়। তিনি অবশ্যই সেই রিজিওনাল বোর্ডে এই প্রস্তাব পেশ করবেন। 
  • Link to this news (আজকাল)