• সুনীল ভারতী মিত্তলকে নাইটহুড
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম ভারতীয় হিসাবে নাইটহুড উপাধি পেলেন সুনীল ভারতী মিত্তল। তাঁকে এই উপাধি দেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এই উপাধি ব্রিটেনের সর্বোচ্চ অসামরিক সম্মান। উপাধি পাওয়ার পর সুনীল ভারতী মিত্তল বলেন, "রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই উপাধি পেয়ে সম্মানিত বোধ করছি। ব্রিটেনের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এখন দুই দেশের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পেয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে আরও এগিয়ে যেতে হবে। ব্রিটেন সরকারকে ধন্যবাদ যে তাঁরা সেদেশে বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন।" প্রসঙ্গত, ২০০৭ সালে সুনীল ভারতী মিত্তলকে পদ্মভূষণ দেয় ভারত সরকার। ২০১৯ সালে ভারতীর এয়ারটেল আফ্রিকা লন্ডন শেয়ার বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ভারত-ব্রিটেন সিইও ফোরামের সদস্য মিত্তলকে এর আগে নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডক্টর অফ সিভিল ল এবং লিডস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)