• অ্যালকেমিস্ট চিটফান্ড তদন্তে এবার মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব ইডির...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চিটফান্ড মামলার তদন্তে এবার তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করল ইডি। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে তাঁকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জানার জন্য কোষাধ্যক্ষ হিসেবে তাঁকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তথ্য প্রমাণ নিয়ে যাওয়ার জন্য ইডির কাছে সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। অভিযোগ, ২০১৪তে ভোট প্রচারের সময় তৃণমূলের হেলিকপ্টার ভাড়ার খরচ জুগিয়েছিল অ্যালকেমিস্ট।  এবিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুন চক্রবর্তী।‌ কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না? বিজেপির শমীক ভট্টাচার্য কুণালের এই দাবিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনও সম্মানীয় ব্যক্তিকে এভাবে অপমান করা যায় না। এর আগে এই মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। মুকুল যেহেতু অসুস্থ তাই তাঁর বাড়ি গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
  • Link to this news (আজকাল)