ভয়ংকর ভুলের পরিণামে চরম ক্ষতি, বোর্ডের বার্ষিক চুক্তি থেকে ছাঁটাই দুই নক্ষত্র!
২৪ ঘন্টা | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঞ্চ একেবারে প্রস্তুতই ছিল। ভয়ংকর ভুলের পরিণামেই গিলোটিনে গলা গেল ভারতীয় দলের দুই নক্ষত্র! ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশিকা না মানার পরিণাম হাড়ে হাড়ে টের পেলেন ঈশান কিশান (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। 'অবাধ্যতায়' বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন তাঁরা। বুধবার একেবারে সমাজ মাধ্য়মে বিবৃতি দিয়ে জানিয়ে দিল জয় শাহ অ্যান্ড কোং। বিসিসিআই সাফ জানিয়েছিল যে, সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়রা যেন ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে অংশ নেননি ঈশান কিশান। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানিয়েছিল যে, শ্রেয়স আইয়ারের চোটই নেই। তবুও শ্রেয়স মুম্বইয়ের হয়ে খেলেননি। যা হওয়ার ঠিক তাই হল।দেখে নিন বিসিসিআই-এর (সিনিয়র পুরুষ) বার্ষিক প্লেয়ার রিটেইনারশিপের (২০২৩-২৪) ঘোষিত তালিকাগ্রেড এ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা
গ্রেড এ: আর অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল ও হার্দিক পাণ্ডিয়া
অন্য়দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম ৩টি টেস্ট/ ৮টি ওডিআই/১০টি টি২০আই খেলা ক্রিকেটাররা প্রো-রাটা ভিত্তিতে গ্রেড সি-তে চলে আসবেন। উদাহরণস্বরূপ, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান, এখনও পর্যন্ত ২টি টেস্ট ম্যাচ খেলেছেন, তাঁরা যদি ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম তমা শেষ টেস্টে অংশ নেন, তাহলে তাঁদের গ্রেড সি-তে অন্তর্ভুক্ত করা হবে। পাঁচ জোরে বোলার- আকাশ দীপ, বিজয়কুমার বৈশক, উমরান মালিক, যশ দয়াল ও বিদ্বাথ কাভেরাপ্পার নাম, কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য় প্রস্তাবিত করেছে অজিত আগরকরের নির্বাচক কমিটি।বিসিসিআই আবারও জানিয়ে দিয়েছে যে, ক্রিকেটাররা যাখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন না, তখন ঘরোয়া ক্রিকেটই হবে তাঁদের অগ্রাধিকার।