• আগুন 'গুজবে' লাইনে লাফ! জামতাড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১২
    ২৪ ঘন্টা | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনে আগুন 'গুজবে' রেললাইনে লাফ! আর তাতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গুজবে ভীত হয়ে ওই ট্রেনের যাত্রীরা লাফ দেওয়া মাত্র-ই, আরেকটি ট্রেন তাঁদের উপর দিয়ে চলে যায়। অন্য লাইনে আসা ওই ট্রেনে কাটা পড়ে মৃত কমপক্ষে ১২। বুধবার সন্ধ্যায় ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের জামতাড়ার কাছে কালাজারিয়া রেল স্টেশনে। দুর্ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিস ও স্থানীয় প্রশাসন। চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে আলো কম থাকায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে।  জামতাড়ার ডেপুটি কমিশনার জানিয়েছেন, মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। 

    জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি জানান, এই  দুর্ঘটনার পিছনে কে দায়ি, তা চিহ্নিত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ঝাড়খণ্ডের জামতাড়ার দুর্ঘটনায় ব্যথিত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য আমি চিন্তিত। আহতরা তাড়াতাড়ি সেরে উঠুন, এই প্রার্থনা করি।"
  • Link to this news (২৪ ঘন্টা)