• জি নিউজ-ম্যাট্রিজ জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত, ৪০০ পার হচ্ছে না বিজেপি, বাংলায়...
    ২৪ ঘন্টা | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্চেই বাংলায় ৩টে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। অর্থাত্ লোকসভা নির্বাচনের ডঙ্গা বাংলা থেকেই বাজিয়ে দিতে চাইছে গেরুয়া শিবির। গত লোকসভা ভোটের বাংলার ফলাফল ধরে রাখাই বিজেপির কাছে এখন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, তৃণমূলের দাবি, এবার লোকসভা ভোটে বাংলায় মোটেই সুবিধে করতে পারবে না বিজেপি। এরকম আবহে লোকসভা ভোটের আগে জনমত সমীক্ষা প্রকাশ করল জি নিউজ-ম্যাট্রিজ। সেই সমীক্ষায় বিজেপির পক্ষে খুব ভালো ফলের পূর্বাভাস না থাকলেও তৃণমূলের জন্য খুব ভালো কোনও খবর নেই। তবে গোটা দেশে এনডিএর হাওয়া খুবই ভালো। তার পরেও ৪০০ পার করতে পারবে না এনডিএ। দেশের ৫৪৩ আসনের মধ্যে ৩৭৭ পেতে পারে এনডিএ, ৯৪ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া ব্লকের। বাকীরা পেতে পারে ৭২ আসন।

    এমাসের ৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ওই সমীক্ষা করা হয়েছে। দেশের মোট ৫৪৩ লোকসভা আসনে মোট ১,৬৭,৮৪৩ জনের সঙ্গে কথা বলা হয়েছে। এদের মধ্যে ৮৭,০০০ পুরুষ ও ৫৪,০০০ মহিলা। এদের মধ্যে আবার রয়েছেন ২৭,০০০ প্রথম ভোটার। এই সমীক্ষার ফলাফল ভোটারদের প্রভাবিত করার কোনও উদ্দেশ্য নেই। এটি শুধুমাত্র একটি সমীক্ষা। ভোটের কোনও ফলাফল নয়।এবার লোকসভা ভোটে বিজেপির নজরে বাংলা। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রচারের কার্পেট বম্বিং করেছিল পশ্চিমবঙ্গে। এবারও তেমনটাই হতে পারে। জি নিউজ-ম্যাট্রিজের সমীক্ষায় বলা হয়েছে বাংলায় তৃণমূল পেতে পারে ২৪টি আসন।  অন্যদিকে, বিজেপি পেতে পারে ১৭টি আসন। অর্থাত্ গতবারের থেকে বিজেপির আসন একটা কমতে পারে। ইন্ডিয়া ব্লক পেতে পারে একটি আসন। প্রশ্ন উঠতে পারে ওই একটি আসন কি পাচ্ছে কংগ্রেস?বাংলার পাশাপাশি বিজেপির নিশানায় রয়েছে দিল্লিও।  জি নিউজ-ম্যাট্রিজের সমীক্ষায় বলা হয়েছে দিল্লিতে বিজেপি পেতে পারে ৭ আসন।হিমাচল প্রদেশের ৪টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৩ আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১ আসন।উত্তরপ্রদেশে ৭২ আসন পেতে পারে এনডি। অন্যদিকে অন্যরা পেতে পারে ৮ আসন।উত্তরাখণ্ডে ৫ আসন পেতে পারে এনডিএ।গুজরাটের ২৬ আসনেই জয়ী হবে এনডিএ।হরিয়ানায় ৯ আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১ আসন।মহারাষ্ট্রে খুবই ভালো ফল করবে এনডিএ। এমনটাই বলছে সমীক্ষা। বলা হয়েছে রাজ্যের ৪৮ আসনের মধ্যে ৪৫ আসন পেতে পারে বিজেপি। ইন্ডিয়া ব্লক পেতে পারে ৩ আসন।লাদাখে ভালো ফল করবে এনডিএ। সমীক্ষা বলছে লাদাখ যাবে এনডিএর দখলে। অন্যদিকে, লক্ষদ্বীপ যাবে ইন্ডিয়া জোটের দখলে। এনডিএ জয়ী হতে পারে চণ্ডীগড়, আন্দামান, গোয়া ও দাদার নগর হাভেলিতে। জম্মু ও কাশ্মীরের ৩ আসনই যাবে ইন্ডিয়া ব্লক শিবিরে।ওড়িশায় বিজেপি পেতে পারে ১১ আসন। বিজেডি পেতে পারে ৯ আসন।অসমে কাজ করবে মোদী ম্যাজিক। অসমের ১৪ আসনের মধ্যে এনডিএ পেতে পারে ১১ আসন।তামিলনাড়ুতে এনডিএ পেতে পারে মাত্র ১টি আসন।  অন্যদিকে, কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পাবে ৩৬ আসন।কেরালায় ভালো ফল করতে পারবে না এনডিএ। এমনই সম্ভাবনার কথা বলা হচ্ছে সমীক্ষায়। কেরালায় ২০টি আসনের সবকটিতেই জয়ী হবে ইন্ডিয়া ব্লক।তেলঙ্গানায় ৫টি আসন পেতে পারে এনডিএ। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৯ আসন।অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে বিজেপি ও কংগ্রেস কোনও আসনই পাবে না। ওয়াইএসআরসিপি পেতে পারে ১৯ আসন। ডিটিপি পেতে পারে ৬ আসন।কর্ণাটকে এবার গেরুয়া ঝড়। সমীক্ষা অনুয়ায়ী এনডিএ পেতে পারে ২৩ আসন। কংগ্রেস পেতে পারে ৫ আসন।
  • Link to this news (২৪ ঘন্টা)