East Burdwan Jamalpur: ছাত্রীকে নগ্ন করে মোবাইল বন্দি করার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে, অভিযুক্ত পলাতক
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
গৃহশিক্ষকতা করতেন যুবক সব্যসাচী মসান। আর, সেখানেই সব্যসাচীর যৌন লালসার শিকার হওয়ার অভিযোগ করেছে তফসিলি পরিবারের এক নাবালিকা স্কুলছাত্রী। তবে শুধু মর্যাদাহানির অভিযোগই নয়। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের কাছে গৃহশিক্ষক সব্যসাচীর কুকীর্তি ফাঁস করার পর, ওই ছাত্রীর আশঙ্কা সে খুন হয়ে যেতে পারে। আতঙ্কে ওই ছাত্রীর বাবা-মাও। এমনটাই অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত গৃহশিক্ষক।