• শাহজাহানকে গ্রেফতারে কেন দেরি? কারণ জানালেন এডিজি দক্ষিণবঙ্গ
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • 'আইনি বাধ্যবাধকতার কারণেই গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে, আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ার পর গ্রেফতার করা হয়েছে', শেখ শাহজাহানকে গ্রেফতারের পর সাংবাদিক বৈঠকে বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। একইসঙ্গে রাজ্য পুলিশের ওপর আইনি বাধ্যবাধকতা থাকলেও ইডির কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হয়নি এদিন সেই প্রশ্নও তুলেছেন এডিজি দক্ষিণবঙ্গ।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানান হল, শেখ শাহজাহানের বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগগুলি হয়েছে সেগুলি ২ -৩ বছর আগের। সেগুলির তদন্তও শুরু হয়েছে। কিন্তু যেহেতু সেগুলি ২ -৩ বছর আগের তাই সেগুলির তথ্যপ্রমাণ সংগ্রহ করতে কিছুটা সময় লাগছে। তবে গত জানুয়ারি মাসের ৫ তারিখে ইডির ওপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় তদন্ত শুরু করেছিল পুলিশ। কিন্ত কিছু আইনি বাধ্যবাধ্যকতা থাকায় সেই তদন্ত প্রক্রিয়া এগোন যাচ্ছিল না। ফলে এতদিন গ্রেফতার করা যায়নি শাহজাহানকে। কিন্তু সম্প্রতি আদালতের তরফে সেউই বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ জানান, বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। তবে কার বাড়ি থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে কিছু বলেননি তিনি। সেটা আদালতে জানান হবে বলেই জানিয়ে দেন সুপ্রতিম সরকার। আদালতে পেশ করে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।এদিকে সন্দেশখালির ২৩ জায়াগায় জারি ১৪৪ ধারা। একইসঙ্গে শেখ শাহজাহানের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী ও RAF মোতায়েনও করা হয়েছে।ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে বেশকিছু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ১৪৭, ১৪৮,১৪৯ সহ বেশকিছু ধারা দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য র‍্যাফ ও পুলিশে ছয়লাপ বসিরহাট মহকুমা আদালত চত্বর। পাশাপাশি সন্দেশখালির বিভিন্ন জায়গাতেও মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী।প্রসঙ্গত, গত মাসের ৫ তারিখ ইডির ওপর হামলার ঘটনার দিন থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না শাহজাহানের। পুলিশই তাঁকে লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করা হচ্ছিল বিরোধীদের পক্ষে থেকে। যদিও সেই অভিযোগ যে সঠিক নয়, তা এদিন সাফ জানিয়ে দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। একইসঙ্গে যে সমস্ত জনপ্রতিনিধিরা সন্দেশখালিতে যাচ্ছেন তাঁরা যেন উস্কানিমূলক কোনও বক্তব্য না রাখেন এদিন সেই আবেদনও জানান হয় পুলিশের পক্ষ থেকে।
  • Link to this news (এই সময়)