• স্টেডিয়ামের দখল নিল পুরসভা
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • কয়েক মাস ধরেই অশোকনগরের বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনের দখলদারি নিয়ে চলছিল টালবাহানা। এই নিয়ে পুরসভার সঙ্গে বিরোধও ছিল। অবশেষে বুধবার স্টেডিয়ামের দখল নিল অশোকনগর পুরসভা। এতদিন পুরসভা এবং প্রশাসন স্টেডিয়ামের দায়িত্বে থাকা অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তাদের চাবি হস্তান্তরের কথা বলে আসছিল।কিন্তু চাবি দিতে রাজি না হওয়ায় সরকারি নির্দেশ মেনে পুরসভা ও প্রশাসনের কর্মীরা নতুন করে বুধবার আরও একটি তালা দিয়ে স্টেডিয়ামের দখল নেন। খেলার মানের অগ্রগতির লক্ষ্যেই বহু বছর আগে অশোকনগরের ৩ নম্বর এলাকায় তৈরি হয়েছিল ওই স্টেডিয়াম। সেখানে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করত অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন।সরকারি অর্থেই স্টেডিয়াম সাজিয়ে তোলা হয়। রাজ্য সরকারের অর্থে মহকুমা স্তরের এই স্টেডিয়ামের পরিকাঠামোগত উন্নয়ন হলেও, দেখভালের দায়িত্বে ছিল অ্যাসোসিয়েশন। এ বার এই স্টেডিয়াম নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী প্রশাসন ও পুরসভার আধিকারিকরা গত বছর ডিসেম্বরে স্টেডিয়ামের চাবি হস্তগত করতে গিয়েও পারেননি।অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, ‘সরকারি নির্দেশিকা রয়েছে এই স্টেডিয়ামটি পুরসভাকে হস্তান্তর করার। কিন্তু ওঁরা রাজি হননি। এর আগে আমরা একাধিকবার এ নিয়ে বলেছি। এ দিন মহকুমা শাসকের উপস্থিতিতে আমরা অ্যাসোসিয়েশনের অফিস ঘরের চাবি আনতে গিয়েছিলাম। রাজি না হওয়ায় আমরা নতুন একটি তালা দিয়ে চলে এসেছি।’স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বা সম্পাদককে ফোন করা হলেও প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (এই সময়)