Zero waste: যুগান্তকারী কীর্তি! বাঙালি যুবকের অকল্পনীয় কর্মকাণ্ডে শ্রেষ্ঠত্বের ‘বিশ্বজোড়া’ স্বীকৃতির অভূতপূর্ব নজির!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Zero waste Concept:
ফেলে দেওয়া ব্যবহারিক বর্জ্য (waste) দিয়ে হাতের ছোঁয়ায় তৈরি হল বিনোদনের বস্তু। ফুলের তোড়া থেকে শুরু করে দেওয়ালে ঝোলানো রাধাকৃষ্ণের ছবি। দেখামাত্র চোখ টেনে নেবে বৈকি! তবে এমন হাতের কাজ, সৌন্দর্য্যের পিছনের গল্পটা কিন্তু অন্যরকম।