• Sheikh Shahjahan Arrested: শাহজাহানের চমকে দেওয়া নাটকীয় গ্রেফতারি! কোথা থেকে? কখন ধরল পুলিশ? জানালেন ADG দক্ষিণবঙ্গ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • TMC leader Sheikh Shahjahan Arrested:

    ED-র উপর হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তবে তার গ্রেফতারি এত সহজে হয়নি। শাহজাহানকে গ্রেফতারি ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি দেখেছে দ্বীপাঞ্চল। বাহুবলী তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার-হাজার মহিলাকে। অবশেষে সন্দেশখালি (Sandeshkhali) থেকেই গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। তৃণমূল নেতাকে কখন কীভাবে গ্রেফতার করা হল তা বিশদে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ (ADG South Bengal) সুপ্রতীম সরকার (Supratim Sarkar)।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)