• শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর অভিষেককে কৃতিত্ব তৃণমূলের ...
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৫৫ দিন পর সন্দেশখালির "নিখোঁজ" তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তবে এই গ্রেপ্তারিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেই কৃতিত্ব দিচ্ছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে বলেই দাবি তৃণমূলের। গত সোমবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, "শেখ শাহজাহানের গ্রেপ্তার নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল।" বুধবার কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিতেই রাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, "আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।" এরপর আরও একটি পোস্টে কুণালের দাবি, "রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় শুভেন্দু অধিকারী এবং আলকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক। এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অসভ্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেপ্তার হোক।এবার দেশের ব্যাঙ্ক লুঠেরাদের ধরুক ইডি।" অন্যদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে লেখেন, "আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠিকই বলেছিলেন, হাইকোর্টের নির্দেশের জন্য পুলিশ কাজে বাধাপ্রাপ্ত। আমাদের বিশ্বাস ছিল, হাইকোর্ট নির্দেশ তুলে নিলেই শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন।"
  • Link to this news (আজকাল)