• ৫৫ দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান
    আজকাল | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৫৫ দিন নিখোঁজ। অবশেষে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করল পুলিশ। মিনাখাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট আদালতে। পুলিশ সূত্রে খবর, বসিরহাট আদালতের লকআপে আছেন শেখ শাহজাহান। আজই তাঁকে আদালতে হাজির করানো হবে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। স্থানীয়দের বিক্ষোভে ও হামলায় আহত হন একাধিক আধিকারিক। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িও। সেইদিন থেকেই নিখোঁজ ছিলেন শাহজাহান।গত সোমবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, আগামী সাতদিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, সিবিআই, ইডি, রাজ্য পুলিশ, যে কেউ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন শাহজাহান।
  • Link to this news (আজকাল)