• শাহজাহান তো হল, এবার শুভেন্দুকে গ্রেপ্তার করুক CBI, দাবি কুণালের
    প্রতিদিন | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির উপর হামলার ৫৫ দিন পর অবশেষে জালে শেখ শাহজাহান। আদালতের ?বাধা? সরার পরেই পুলিশের জালে ?সন্দেশখালির বাঘ?। এর পরই তৃণমূলের প্রশ্ন, শেখ শাহজাহান তো হল, শুভেন্দুকে কবে গ্রেপ্তার করবে সিবিআই? শুধু বিরোধী দলনেতা নয়, অ্য়ালকেমিস্ট মামলায় মিঠুন চক্রবর্তী, মহিলা কুস্তিগিরদের হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণকেও দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

    বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালির ?বেতাজ বাদশা? শাহজাহান। তৃণমূল মুখপাত্রের বেঁধে দেওয়া ডেডলাইনের দুদিনের মধ্যে ?খাঁচা বন্দি হল বাঘ?। তার পরই নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) সরব হয়েছেন কুণাল। একদিকে শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি তো অন্যদিকে  এই গ্রেপ্তারির জন্য যেমন অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। সিবিআইকে খোঁচা দিয়ে কুণাল লিখেছেন, ?রাজ্য পুলিশ তো কাজ করল। এবার সিবিআই নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারী এবং অ্যালকেমিস্ট চিট ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক।? 
  • Link to this news (প্রতিদিন)