KMC : ব্রিটিশ আমলে তৈরি ইটের নিকাশি পথের সংস্কার হবে ১৭৫ কোটিতে
এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
এখনও উত্তর, মধ্য এবং পূর্ব কলকাতায় রাস্তার নিচে রয়ে গিয়েছে ব্রিটিশ আমলে তৈরি ইটের নিকাশি পথ। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের পরিভাষার যাকে বলা হয়ে থাকে ‘ব্রিক স্যোয়ারেজ।’ এই নিকাশি পথকে বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্রকল্প নিয়েছে কলকাতা পুরসভা। বুধবার মেয়র পারিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।এই কাজ বাস্তবায়িত হলে লেনিন সরণি, এপিসি রায় রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ক্যমাক স্ট্রিট, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, লাউডন স্ট্রিট, রডন স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, ফ্রি স্কুল স্ট্রিট, এলিয়ট রোড, রিপন স্ট্রিট, মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত বিস্তৃত এলাকা, রাজা দীনেন্দ্র রোড, রাইফেল রেঞ্জ রোড, বালিগঞ্জ পার্ক রোডে বৃষ্টিতে জল জমার পরিমাণ কমে যাবে।এই প্রকল্পে মাটির নিচে ব্রিটিশ আমলের নিকাশি পথকে গ্লাস রেইন ফোর্সড পলিমার পাইপের বর্ম পরিয়ে দেওয়া হবে। এরপর ওই নিকাশি পথে জমে থাকা পলি বের করা আনা হবে। মাটির নিচে থাকা ব্রিটিশ আমলের ইটের নিকাশি পথ মাঝে মধ্যেই ভঙ্গুর হয়ে ভেঙে যায়।এই বিশেষ ধরনের পাইপ ব্রিটিশ আমলের নিকাশি পথকে ভাঙনের হাত থেকে বাঁচিয়ে দেবে। নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন,‘এই কাজ সফল হলে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার নিকাশি ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আসবে।’