UN Human Rights Council : 'জম্মু-কাশ্মীরে নাক গলানোর অধিকার নেই!' রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা ভারতের
এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানের কাশ্মীর ইস্যু তুলে ধরার চেষ্টার মোক্ষম জবাব দিল ভারত। যে দেশে সংখ্যালঘু নিপীড়নের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তাদের ভারত সম্পর্কে মন্তব্য করার কোনও অধিকার নেই বলে জানিয়েছেন ভারতের প্রতিনিধি অনুপমা সিং। সেই সঙ্গে সন্ত্রাসের মদতদাতা হিসেবে ইসলামাবাদকে নিশানা দিল্লির।বুধবার ছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশন। সেখানে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে পাকিস্তান। এরপরেই ইসলামাবাদকে কড়া জবাব দিয়েছেন ভারতীয় প্রতিনিধি অনুপমা সিং। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাউন্সিলকে অপব্যবহার করে ইসলামাবাদ যেভাবে ভারত সম্পর্কে মিথ্যা অভিযোগ আনছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।অনুপমার মতে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের উন্নয়নে সাংবিধানিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। উপত্যকায় সুশাসন ভারতের আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে পড়ে। এ নিয়ে পাকিস্তানের মন্তব্য করার বা নাক গলানোর কোনও অধিকার নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন নিয়েও কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রতিনিধি অনুপমা সিং। তিনি বলেছেন, প্রতিদিন পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে। বর্তমানে ইসলামাবাদের মানবাধিকার লঙ্ঘনের গ্রাফ অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছেন। যে দেশে এই অবস্থা, অন্য দেশের মানবাধিকার নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই বলে মনে করছেন অনুপমা।ইসলামাবাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ২০২৩ সালের অগস্ট মাসে জরানওয়ালা শহরে খ্রিষ্টান সম্প্রদায়ের উপর নিপীড়নের উদাহরণ তুলে ধরেছেন ভারতের প্রতিনিধি। ওই ঘটনায় ১৯টি গির্জা ধ্বংস এবং ৮৯টি খ্রিষ্টান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে তথ্য সহ তুলে ধরেছেন তিনি।রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থনেরও অভিযোগ করেছেন অনুপমা সিং। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের আতুড়ঘর হচ্ছে পাকিস্তান। ভারতে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রক্তে রাঙা দেশের কথায় ভারত গুরুত্ব দেয়না বলেও দিয়েছেন বার্তা।প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে প্রচারের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দেওয়া হয়েছিল। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি জোট করে পাকিস্তানে ক্ষমতায় বসতে চলেছে।আর তারই মধ্যে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তান কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলায়, দুই দেশের সম্পর্ক আরও অবনতি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।