• Chandrayaan 4 : কবে চাঁদের উদ্দেশে পাড়ি চন্দ্রযান ৪-এর? বড় ঘোষণা ইসরোর
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • চন্দ্রযান-৩ সাফল্যের পর এবার চন্দ্রযান-৪ মিশনের পরিকল্পনা নিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের মাটিতে থেকে পাথর খুবলে আনবে চন্দ্রযান-৪। ২০২৮ সালে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হবে বলে দেওয়া হয়েছে ইঙ্গিত। এই মিশন সফল হলে, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কৃতিত্ব স্থাপন করবে ভারত।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে বলা হয়েছে যে চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের উপর ভর করে চন্দ্রযান-৪-এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই মিশনকে LUPEX মিশন বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, এই মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে পাথর সহ চাঁদের মাটি থেকে কিছু নমুনা পরীক্ষার জন্য নিয়ে আসা।২০২৮ সালে মিশনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে বলে মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে চন্দ্রযান-৪ একটি সাড়ে তিনশো কেজি ওজনের একটি রোভার স্থাপন করবে। চন্দ্রযানটিকে চাঁদের মাটিতে নির্বিঘ্নে অবতরণের জন্য একটি ভারী ওজনের রেকটের মাধ্যমে উৎক্ষেপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।চন্দ্রযানটি এমন একটি স্থানে অবতরণ করা হবে, যা এখনও অনাবিষ্কৃত বলে ইসরোর তরফে করা হয়েছে দাবি। তবে, বিষয়টি বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।চন্দ্র মিশন নিয়ে দীর্ঘ পরিকল্পনার কথা তুলে ধরেছেন ইসরোর বিজ্ঞানী নীলেশ দেশাই। তিনি বলেছেন, ২০৪০ সালের মধ্যে ভারতীয়দের চাঁদে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মিশল সফল করার জন্য পাথর থেকে শুরু চাঁদ থেকে অন্যান্য নমুনা সংগ্রহ করা খুব জরুরি। মিশনটি সফল হলে, গবেষণায় নতুন দিক খুলে যাবে বলেও মনে করছেন ইসরোর ওই বিজ্ঞানী।ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন ২০২৮ সালের মিশনটি বেশ কয়েকটি ধাপে পরিচালিত হবে। চন্দ্রযান-৪-কে সফলভাবে চন্দ্রপৃষ্টে অবতরণ করানো হবে প্রথম চ্যালেঞ্জ। সেখান থেকে নমুনা সংগ্রহের পর চন্দ্রযানটিকে চাঁদের কক্ষপথে বেশ কয়েকদিন রাখা হবে। পরে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য চন্দ্রযানটিকে যুক্ত করা হবে একটি মডিউলারের সঙ্গে।মিশনের চূড়ান্ত ধাপ হচ্ছে নির্বিঘ্নে চন্দ্রযান-৪-কে পৃথিবীতে ফিরিয়ে আনা। তারপরেই চাঁদের মাটি থেকে সংগ্রহ করা পাথর ও অন্যান্য নমুনা নিয়ে চলবে গবেষণা। জানা গেছে, নমুনা সংগ্রহের জন্য চন্দ্রযান-৪-কে চাঁদের মাটিতে ১০০ দিন রাখা হবে।
  • Link to this news (এই সময়)