• 2024 Lok Sabha Election : রাম মন্দিরের প্রভাব লোকসভা ভোটে? কী বলছে জনমত সমীক্ষা?
    এই সময় | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। যত দিন গড়াচ্ছে রাজনীতির পারদ তত চড়ছে। এবার প্রকাশ্যে এল জি নিউজ-ম্যাট্রিজের ওপিনিয়ন পোল। লোকসভার ৫৪৩টি আসনের জন্য ১ লাখ ৬৭ হাজার ৮৪৩ জনের মতামত গ্রহণ করা হয়েছে এই সমীক্ষায়। যার মধ্যে ৮৭ হাজার পুরুষ এবং ৫৪ হাজার মহিলা অংশ নেন। গত ৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে চলেছে এই সমীক্ষা। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের কতটা ফায়দা তুলতে পারবে BJP? সেটাই প্রতিফলিত হয়েছে এই জনমত সমীক্ষায়।উল্লেখ্য, এই ধরণের জনমত সমীক্ষা কেবলমাত্র ফলাফলের একটি ইঙ্গিত দেয়। অনেক ক্ষেত্রেই বাস্তবে ভোটের রেজাল্টের সঙ্গে সমীক্ষা রিপোর্টের কোনও মিল হয় না। আবার কোনও কোনও সময় হুবহু মিলে যায় ওপিনিয়ন পোল।বলা হয়, নয়াদিল্লিতে ক্ষমতায় রাস্তায় তৈরি হয় উত্তর প্রদেশ থেকেই। সে রাজ্যে যে দল জেতে তার কেন্দ্রে ক্ষমতায় আসা পাকা। এ রাজ্যে রয়েছে লোকসভার ৮০টি আসন। জি নিউজ এবং ম্যাট্রিজের করা সার্ভেতে দেখা যাচ্ছে, এই ৮০টি আসনের মধ্যে ৭৮টিতে জয় পেতে পারে NDA। ইন্ডিয়া জোট পেতে পারে দু'টি আসন। অর্থাৎ এই জনমত সমীক্ষা মোতাবেক NDA জোট যোগীরাজ্যে একতরফা জয় পাবে।রাম মন্দির প্রতিষ্ঠার কী প্রভাব?অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা BJP-র কাছে ফায়দার হবে? সার্ভেতে অংশগ্রহণকারীদের এ প্রশ্ন করা হয়। ৫৩ শতাংশ ভোটার বলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা BJP-কে ইতিবাচক ফল এনে দেবে। ২৮ শতাংশ মানুষ মনে করছেন মোটামোটি ফায়দা হবে গেরুয়া শিবিরের। ১২ শতাংশ মনে করছেন কোনও লাভ হবে না BJP-র। মাত্র ৩ শতাংশ মানুষ মনে করছে এতে BJP-র ক্ষতি হবে।তবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও কংগ্রেস নেতাদের অংশ না নেওয়া কি বড়সড় ক্ষতি? জি নিউজ-ম্যাট্রিজের ওপিনিয়ন পোল অনুযায়ী, ৮০ শতাংশ মানুষ মনে করছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে না যাওয়া কংগ্রেসের ভুল ছিল। এতে লোকসভায় তাদের ভোটে প্রভাব পড়বে। ১১ শতাংশ মনে করছেন কংগ্রেসের সিদ্ধান্ত সঠিক ছিল।৫৮ শতাংশ ভোট পাবে NDA?সার্ভে অনুযায়ী, উত্তর প্রদেশে NDA ৫৮ শতাংশ ভোট পেতে পারে। তাদের ৭৮টি আসনে জয়ের মূল কারণ হবে বিপুল হারে ভোট। ইন্ডিয়া জোট পেতে পারে ৩২ শতাংশ ভোট। BSP পেতে পারে ৮ শতাংশ এবং অন্যরা ২ শতাংশ ভোট।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত জনপ্রিয় কেন?সার্ভেতে অংশগ্রহণকারীদের মধ্যে ২৮ শতাংশ মানুষ মনে করেন উন্নয়নমূলক কাজের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয়। ২০ শতাংশ মানুষ মনে করেন রাম মন্দির নির্মাণের জন্য হু হু করে বেড়েছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। আবার ১০ শতাংশের মতে, জাতীয়বাদা, ৯ শতাংশের মতে কোনও অন্য কারণে নমো এতটা গ্রহণযোগ্য।
  • Link to this news (এই সময়)