দুর্গাপুর ইস্পাত কারখানাতে দুর্ঘটনা। বৃহস্পতিবার ইস্পাত কারখানার ভেতরে ফার্নিস কনভার্টার ব্লাস্ট হয়, সূত্রের খবর এমনটাই।ঠিক কী জানা গিয়েছে?সূত্রের খবর, দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টারে ব্লাস্টে গুরুতর আহত হয়েছে পাঁচজন শ্রমিক। তাঁদের মধ্যে দুই জন ছিলেন ট্রেনি, দুই জন ঠিকা শ্রমিক এবং একজন স্থায়ী শ্রমিক, জানা গিয়েছে এমনটাই।গুরুতর আহত শ্রমিকদের ইতিমধ্যেই দুর্গাপুর মেন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহত শ্রমিকদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।এই ঘটনায় রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, 'দুই জন অপেক্ষাকৃত কম আহত হয়েছেন। তাঁরা দ্রুত সুস্থ হবেন বলে আশা করা যায়। চিকিৎসকরা সমস্তরকমভাবে চেষ্টা করছেন। আমরা প্রার্থনা করি সকলেই যাতে সুস্থ হয়ে ওঠেন।'এই গোটা ঘটনায় কি কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে? এই প্রসঙ্গে তিনি বলেন, 'অবশ্যই ঘটনাটি নিয়ে অনুসন্ধান হবে। এত বড় প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কাম্য নয়। কেন তা হয়েছে নিশ্চই খতিয়ে দেখা হবে।'এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনেছি যে ওরা আগেই ম্যানেজমেন্টকে লিকেজের কথা বলেছিলেন। তারপরেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে ওরা জানাচ্ছে। প্রায় ৩০ বছরের পুরনো প্ল্যান্ট। আগেও আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু, তারপরেও এই ধরনের ঘটনা। আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব।’এদিকে এই প্রসঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্টের আইএনটিটিইউসি নেতা স্নেহাশিস ঘোষ বলেন, 'আমাদের ৫ জন শ্রমিক আহত। কী জন্য ব্লাস্ট হয়েছে? তা জানার জন্য তদন্ত করা হচ্ছে। কিন্তু, একই সঙ্গে আমাদের যে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা তা নেওয়া হয়নি। এরপর তদন্ত করে দেখা হবে।'বিষয়টি নিয়ে সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই নিয়ে তদন্ত করা প্রয়োজন। যখন ঘটেছিল সেই সময় কী বিষয় ছিল তা জানতে হবে। একটা সচল স্টিল প্ল্যান্ট মানে সেখানে দুর্ঘটনার সম্ভাবনা থাকেই। গোটা পৃথিবীতে একই তথ্য সামনে আসতে পারে। এক্ষেত্রে অনেকেই যাঁরা কাজ করছেন তাঁরা উপযুক্ত প্রশিক্ষিত নন। আমরা বলছি প্রত্যেকেই সিরিয়াস। যাঁরা আহত তাঁরা কতটা গুরুতর অবস্থায় রয়েছে এটা তাঁরাই বলতে পারবেন।'