• TMC Sheik Shahjahan: গ্রেফতারের পর পদক্ষেপ! শাহজাহানকে নিয়ে কী ঘোষণা তৃণমূলের?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • Sheik Shahjahan TMC:

    বৃহস্পতিবার ভোরে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে। সন্দেশখালির ‘খাঁচাবন্দি বাঘ’-কে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই বোধয় হল বাংলার শাসক দলের। শাহজাহানকে সাসপেন্ড করল তৃণমূল। দলীয় সব পদ থেকে তাকে সরানো হল। ৬ বছরের এই সাসপেনশনের ঘোষণা করেন সাংসদ ডেরেক ও’ব্রায়ান। এছাড়াও ওই সাংবাদিুক বৈঠকে ছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)