১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হতেই বসিরহাট মহকুমা থেকে সন্দেশখালির শাহজাহানকে রীত্মত কনভয় করে রওনা দেয় পুলিশ। কোথায় নিয়ে যাওয়া হবে ধৃত তৃণমূল নেতাকে? জল্পনা চড়ছিল। এসবের মধ্যেই বসিরহাট রেলগেট থেকে সংবাদ মাধ্যমকে এড়িয়ে এগিয়ে যায় শাহজাহানকে নিয়ে চলা তিনটিই এসইউভির কনভয়। তিনটি গাড়িতেই ছিল পুলিশ স্টিকার সাঁটা। এর মধ্যে নীল বাতির একটি সাদা গাড়ির মাঝে বসানো হয়েছিল সন্দেশখালির ‘ত্রাস’কে। কিথুক্ষণ পর দেখা যায়, বসিরহাট থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে হয়ে ঘটকপুকুর, ভোজেরহাট পেরিয়ে সায়েন্স সিটিতে এল শাহজাহানের কনভয়। এরপর কলকাতায় হয়ে তা পৌঁছায় ভবানী ভবনে।