Sandeshkhali Row: গারদে ‘বাঘ’ শাহজাহান, অকাল হোলি সন্দেশখালিতে, একে অপরকে মিষ্টিমুখ মহিলাদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Sheikh Shahjahan Arrest:
৫৬ দিনের মাথায় সন্দেসকালির ‘বাঘ’ শেখ শাহজাহান পুলিশের জালে।
ধৃত তৃণমূল নেতার ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই খবর ছড়িয়ে পড়তেই উৎসবের মেজাজ সন্দেশখালিজুড়ে। অকাল হোলি সর্বত্র। একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)