গ্রেফতারের পরেও ঝাঁঝ এতটুকুও কমেনি শাহজাহানের। এদিন বসিরহাট আদালত ছাড়ার সময় হাত নাড়তেও দেখা গেল বাহুবলী এই তৃণমূল নেতাকে। বসিরহাট আদালত শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন এই নির্দেশ শোনার পর আদালত চত্বর থেকে বেরনোর সময়ে বিন্দুমাত্র উদ্বেগের ছাপ দেখা যায়নি শাহজাহানের চোখে-মুখে। বরং এদিন তার সাজ-পোশাক আর আব-ভাবে জোর চর্চা ছড়িয়েছে।