1993 trains blast case: প্রমাণের অভাবে বেকসুর খালাস, মুম্বই সিরিয়াল ব্লাস্টে অভিযুক্ত কে এই আব্দুল করিম টুন্ডা?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত আবদুল করিম টুন্ডাকে মুক্তি দিল টাডা আদালত। ১৯৯৩ সালে দেশের পাঁচটি বড় শহরে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় আব্দুল করিম টুন্ডাকে বেকসুর খালাস ঘোষণা করে আদালত। আদালত এই মামলার অন্য দুই অভিযুক্ত ইরফান ও হামিদউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। প্রমাণের অভাবেই টুন্ডাকে বেকসুর খালাস ঘোষণা করে টাডা আদালত। আদালত রায়ে বলেন, টুন্ডার বিরুদ্ধে সরাসরি কোন প্রমাণ পাওয়া যায়নি।