• Success story: ডিম বিক্রেতা থেকে IAS, চমকে যাবেন এই কাহিনীতে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  • কিছু মানুষের সাফল্যের গল্প অনুপ্রাণিত করে লাখো মানুষকে। ডিম বিক্রেতা থেকে UPSC-ক্র্যাক, অবাক করা সাফল্যের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চমকে উঠলেন হাজার হাজার মানুষ। হাড়ভাঙা পরিশ্রম শেষে এমন সাফল্য অর্জন করে এখন বিনামূল্যে IAS-এর জন্য পড়ান এই আধিকারিক। তাঁর এই কাহিনী লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)